জাতিসংঘে ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা এবং রাশিয়াকে নিন্দা জানিয়ে আনীত রেজুলেশনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ চার্টার, ভৌগলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বসহ অন্যান্য মৌলিক নীতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ পক্ষে ভোট দিয়েছে।
নিউ ইয়র্কে জাতিসংঘের ১১তম জরুরি বিশেষ সেশনে রেজুলেশনটি ১৪৩ ভোটে গৃহীত হয়। এর বিপক্ষে ভোট পড়ে পাঁচটি এবং ৩৫টি দেশ ভোটদানে বিরত থাকে। গত ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এটি নিউ ইয়র্কে রাশিয়ার বিরুদ্ধে তৃতীয় রেজুলেশন। এছাড়া জেনেভাতে মানবাধিকার কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ স্থগিত করার জন্যও একটি রেজুলেশন আনা হয়।
চারটি রেজুলেশনের মধ্যে মানবিক সহায়তার বিষয়ক দ্বিতীয় রেজুলেশনে বাংলাদেশ পক্ষে ভোট দিয়েছিল। কিন্তু প্রথম রেজুলেশন এবং জেনেভাতে ভোট দানে বিরত ছিল। এবারের ভোটে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে ভারত, পাকিস্থান ও শ্রীলঙ্কা ভোট দানে বিরত থাকে। বাকি সবাই পক্ষে ভোট দেয়।
ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য মস্কো গণভোটের আয়োজন করে এবং পরবর্তী সময়ে অন্তর্ভুক্তির ঘোষণার পরে জাতিসংঘে গত ৭ অক্টোবর রেজুলেশনটি প্রস্তাব করা হয়। ৫০টিরও বেশি দেশ রেজুলেশনটি কো-স্পনসর করে। ১০ অক্টোবর আলোচনা শুরু হয় এবং আলোচনার শুরুতে রাশিয়া রেজুলেশনটি গোপন ব্যালটের মাধ্যমে ভোটাভুটি করার প্রস্তাব করলে সেটির বিপক্ষে ১০৭টি ভোট পড়ে এবং প্রস্তাবটি বাতিল হয়ে যায়।












The Custom Facebook Feed plugin