জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী নিবন্ধিত কোনো রাজনৈতিক দল নয়। তাই তাদের সমাবেশের অনুমতি দেওয়া হবে না।
এসময় বিএনপির মহাসমাবেশের বিষয়ে তিনি বলেন, ২৮ অক্টোবর বিএনপি যে সমাবেশের ঘোষণা দিয়েছে তাদের অনুমতির বিষয়টি দেখবে ঢাকা মহানগর পুলিশ। সমাবেশে আসতে কাউকে বাধা দেওয়া হবে না। তবে নিরাপত্তার কারণে ঢাকার প্রবেশ পথে চেক পোস্ট বসানো হবে।
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। এদিকে, আগেই ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। এরই মধ্যে তারা সমাবেশের প্রস্তুতি শুরু করেছে।












The Custom Facebook Feed plugin