বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টায় তার উত্তরার ১৪ নং সেক্টরের ১৮ নং সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি জানিয়েছেন জামায়াতের প্রচার বিভাগের নেতা ইমন।
এর আগে তার বাসা ঘিরে অবস্থান নিয়েছিল পুলিশ সদস্যরা।
তিনি জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। ইউনাইটেড হসপিটালে আজ ভর্তি হওয়ার কথা ছিল। পুলিশ একটা অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে গেছে।
পরিবারের সদস্যরা জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। মঙ্গলবার রাতে এমআরআই করা হয়েছে। আজকেই ডাক্তারের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছেন। তার বাইপাস সার্জারি করা হয়েছে।












The Custom Facebook Feed plugin