মঙ্গলবার , ২১ মে ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জাল ভোট দিতে গিয়ে এমপির ভাইসহ আটক তিন

প্রতিবেদক
Newsdesk
মে ২১, ২০২৪ ২:২১ অপরাহ্ণ

রংপুরে জোর করে একটি কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার সময় এক এমপির ভাইসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে জেলার মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি কলেজ ভোট কেন্দ্র এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রংপুর-৫ আসনের সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহিদ এবং দুর্গাপুর গ্রামের রুমান মিয়া ও বাদশা মিয়া।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস হোসেন জানান, জাহিদ হোসেন ৭/৮ জন যুবক নিয়ে ওই কেন্দ্রে জোর করে প্রবেশ করেন। এসময় ব্যালট পেপার কেড়ে নিয়ে তারা হেলিকপ্টার মার্কায় সিল দিতে থাকেন। প্রিজাইডিং অফিসার, পুলিশ, পোলিং এজেন্ট তাদের বাধা দিলে অসদআচারণ করেন। পরে তাদের মধ্যে তিন জনকে আটক করা হয়।

এ ব্যাপারে সহকারী রিটানিং অফিসারসহ ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত