শনিবার , ২৫ নভেম্বর ২০২৩ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

জোট থাকবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি : কাদের

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ২৫, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ

আসন্ন ভোটকে কেন্দ্র করে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বড় জোট করবে না, এমনটাই ইঙ্গিত দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তবে পুরেনো আদর্শিক জোট ১৪ দলের শরিকদের বিষয়ে ‘এখনো; সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ওবায়দুল কাদের।

জোট গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৪ দলীয় জোটের চেয়ারম্যান আমাদের নেত্রী (শেখ হাসিনা)। এখানে শরিক সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের এখনো হয়নি।

‘শরিকদের আসলে আমাদের প্রয়োজন আছে কিনা,’ প্রশ্ন তোলেন কাদের। বলেন, ‘কারণ, জোটের বিপরীতে জোট হয়। এখানে আমাদের প্রতিপক্ষ যদি একটা বড় জোট করে, সেটার বিপরীতে আমাদের বড় জোট হবে।’

‘তাছাড়া আমরা কেন কেন অহেতুক জোট করতে যাবো। প্রয়োজন না থাকলেতো জোট করবো না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘আর জোট করবো যাদের নিয়ে, তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে।’

২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হওয়া ১৪ দলীয় জোট। এই জোটে রয়েছে- জাসদ (ইনু), সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ, তরিকত ফেডারেশন এবং জেপি।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ১৩টি আসন ছেড়ে দেয় আওয়ামী লীগ। শরিকদের অনেকেই লড়েন আওয়ামী লীগের নৌকা প্রতীকে।

এবারের ভোটেও নৌকা প্রতীকে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে ভোট করার কথা জানিয়ে ১৪ দলের ছয়টি দল নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে।

তবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদের সঙ্গে আসন এখনো সমঝোতায় বসেনি আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির আগে ৩০০ আসনের জন্যই প্রার্থী চূড়ান্ত করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

নতুন পুরাতন মিলিয়ে নৌকার প্রার্থী

বেশ কিছু আসনে বর্তমান সংসদ সদস্যদের বাদ দিয়ে নতুনদের মনোনয়ন দেয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নতুন পুরাতন মিলিয়েই আমরা মনোনয়ন দিচ্ছি। যেখানে পুরনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছেন, সেখানেতো নতুন করে আমাদের ভাবতেই হবে।

গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর।

তফসিল ঘোষণার পর শুরু হয় আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ। চারদিন ফরম বিতরণ শেষে প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

লালদিয়া টার্মিনাল নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে বিদেশি কোম্পানির হাতে

তারা দলে দলে লন্ডন গিয়ে অস্ত্র শান দিয়ে আসছে: কাদের

যুক্তরাষ্ট্রে বিমানে যান্ত্রিক ত্রুটি, অল্পের জন্যে প্রাণে বাঁচেন ক্রুসহ ১৬৬ যাত্রী

সাবিনাদের কক্সবাজারে সংবর্ধনা দেবে বিওএ ও বাংলাদেশ সেনাবাহিনী

‘মির্জা ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল’

রিজভীর মতো মাথা গরম করবেন না: ফখরুলকে কাদের

তেল সরবরাহ আবারও বন্ধের হুশিয়ারি রাশিয়ার

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলে ২ মাস বাড়লো

টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

সিলেটে বিএনপির গণসমাবেশে মোবাইল নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি