বৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

টিএসসিতে কবিগুরুর মুখে স্কচ টেপ, বইয়ে পেরেক!

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১৬, ২০২৩ ১১:০৬ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে স্থাপন করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য। এর মুখটি স্কচ টেপ দিয়ে আটকানো, হাতে ধরে থাকা গীতাঞ্জলি কাব্যগ্রন্থটিও রক্তাক্ত পেরেক ঠুকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেন কবিকে কথা বলা এবং তাঁর চিন্তার প্রকাশকে জোর করে আটকে রাখার প্রচেষ্টা।

গত মঙ্গলবার বিকেলে ভাস্কর্যটি স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষার্থী এই ভাস্কর্য নির্মাণ করেছেন। তাঁরা জানিয়েছেন, বিশ্বকবির এই ভাস্কর্যের মাধ্যমে মানুষকে তাদের বাক ও মত প্রকাশে স্বাধীনতার গুরুত্ব সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয়েছে। এটি ফেব্রুয়ারি মাসজুড়েই প্রদর্শন করা হবে।

নির্মাণকাজের সঙ্গে যুক্ত শিমুল কুম্ভকার বলেন, ‘আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছি, যা মানুষকে কথা বলতে এবং আমাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ভাবাতে বাধ্য করবে। বাংলা একাডেমি আদর্শ প্রকাশনীর স্টল বই মেলায় নিষিদ্ধ করেছে। এ ছাড়া অনেক বইও নিষিদ্ধ করা হচ্ছে। এর মাধ্যমে মুক্তচিন্তা ও স্বাধীন মত প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এর প্রতিবাদ জানাতেই এ ভাস্কর্য নির্মাণ করেছি।’

আরেক শিক্ষার্থী নজির আমিন চৌধুরী বলেন, বাংলা একাডেমির আদর্শ প্রকাশনীর ঘটনাটি এর সঙ্গে অবশ্যই প্রাসঙ্গিক। এর সঙ্গে সরকারি, ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক সেন্সরশিপও জড়িত। সম্প্রতি মানুষের মত ও বাকস্বাধীনতায় বাধার মতো যত ঘটনা ঘটেছে সব কটির প্রাসঙ্গিকতা এই ভাস্কর্যের মধ্যে রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলের হামলায় আল জা‌জিরার সাংবাদিকের স্ত্রী-দুই সন্তান নিহত

ধর্ষণের সালিশের জরিমানার টাকা মাতব্বরদের মধ্যে ভাগ-বাটোয়ারা, ধর্ষিতার আত্মহত্যা

দুর্ঘটনাস্থল থেকে আসা খবর ‘উদ্বেগজনক’: রয়টার্স

গোপালগঞ্জে অ্যাম্বুলেন্স-লোবেটের সংঘর্ষে চারজন নিহত

ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশ আজ

সাংবাদিক নাদিম খুন: অন্ধকারে দাঁড়িয়ে ছিলেন চেয়ারম্যান বাবু

মধ্যরাতে রহস্যজনক ঘটনার শিকার সোহেল তাজ, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ

নির্বাচনকালীন সরকার বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: আইনমন্ত্রী

আবার ও আন্দোলনে শ্রমিকরা গাজীপুর উত্তপ্ত