টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রজার ফেদেরার। এ মাসে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই হতে যাচ্ছে তাঁর শেষ টুর্নামেন্ট। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিদায়ের ঘোষণা দেন ২০ বারের গ্র্যান্ড স্লামজয়ী কিংবদন্তি।
ভিডিও বার্তায় ফেদেরার বলেছেন, ‘আপনাদের অনেকেই যেমনটি জানেন, গত তিন বছর ধরেই চোট, অস্ত্রোপচারের ধকল নিতে হচ্ছে আমাকে। প্রতিদ্বন্দ্বীতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে আমাকে। তবে নিজের শরীরের সামর্থ্য ও সীমা জানি, এবং এটি যে বার্তা দিচ্ছে তাও পরিষ্কার। ৪১ বছর বয়স আমার। ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি ২৪ বছর ধরে। স্বপ্নেও ভাবিনি, টেনিস আমাকে এভাবে সাদরে গ্রহণ করবে। প্রতিদ্বন্দ্বীতামূলক ক্যারিয়ার শেষ করার যে এখনোই সময়, সেটিও মেনে নিতে হবে আমার।’
‘সামনের সপ্তাহে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্লাম বা (এটিপি) ট্যুরে নয়’, যোগ করেন ফেদেরার।












The Custom Facebook Feed plugin