সোমবার , ১৪ আগস্ট ২০২৩ | ১৩ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ডিমের দাম নিয়ন্ত্রণে রাজধানীতে র‍্যাবের অভিযান

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১৪, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

ডিমের দামের ঊর্ধ্বগতি ঠেকাতে রাজধানীর একাধিক বাজারে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল থেকে রাজধানীর কাপ্তান বাজার ও যাত্রাবাড়ী এলাকায় চলছে এ অভিযান। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় অতিরিক্ত দামে ডিম বিক্রি করায় ২৭টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে কাপ্তান বাজারে ২৪টি প্রতিষ্ঠানকে এবং যাত্রাবাড়ীতে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

এর আগে গত ১২ আগস্টও অভিযান চালানো হয় কাপ্তান বাজারে। সেদিন তিন ডিম ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। ডিমের বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বর্ষায় খামারের ক্ষতি হয় বলে প্রতি বছর এই সময় ডিমের দাম কিছুটা বাড়ে। তবে এবার দাম বৃদ্ধি আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ডজন হিসেবে ডিমের দাম উঠেছে ১৬৫ টাকায়।

সর্বশেষ - আইন-আদালত