মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ড. ইউনূসের মামলা ও কারাদণ্ড নিয়ে ২৪২ বিশ্বব্যক্তিত্বের উদ্বেগ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ৩০, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ

ড. মুহাম্মদ ইউনূসের মামলা ও কারাদণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছেন ১২৫ নোবেল বিজয়ীসহ ২৪২ বিশ্বব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে তারা এ উদ্বেগ জানান।

চিঠিতে ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে আসার ইচ্ছা প্রকাশ করেন বিশিষ্ট ব্যক্তিরা। পুনরায় ড. ইউনুসের জন্য ন্যায়বিচার প্রত্যাশা করেন।

চিঠির প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বিদেশ থেকে ড. ইউনূসের বিচার পর্যবেক্ষণে আসতে চাওয়া ব্যক্তিদের স্বাগত জানান। সেই সাথে তাদেরকে মামলার বিচারকাজ পর্যবেক্ষণে বিশেষজ্ঞ নিয়ে আসারও আহ্বান জানান। তিনি বলেন, এখানে নোবেলজয়ীর বিচার হচ্ছে না, বিচার হচ্ছে মানি লন্ডারিংয়ের।

এদিকে, ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে ছাপা বিবৃতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এটি প্রকৃতপক্ষে একটি বিজ্ঞাপন। বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ।

এর আগে, সোমবার (২৯ জানুয়ারি) গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এই চার্জশিট অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ মে গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ ৬ হাজার ৭৮০ টাকা আত্মসাতের অভিযোগে ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। সংস্থার উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত