শুক্রবার , ১৬ জুন ২০২৩ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

প্রতিবেদক
Newsdesk
জুন ১৬, ২০২৩ ১২:২৫ অপরাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বেলা ১০টা ৪৬ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা।

রাজধানী ঢাকা ছাড়াও ঢাকা ছাড়াও সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জে ভূকম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সিলেট শহর থেকে ২৩ কিলোমিটার দক্ষিণপূর্বে গোলাপগঞ্জ উপজেলায় ভূমিকম্পের উৎপত্তি হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ হতে ১০ কিলোমিটার।

ইউএসজিএস-এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সর্বশেষ - আন্তর্জাতিক