রাজধানীর কমলাপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশে যাত্রা শুরু করে স্টেশন ছাড়ার আগেই আন্তঃনগর একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে কমলাপুর থেকে ৫টি প্লাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে এ ঘটনা বলে জানা গেছে।
কমলাপুর রেল স্টেশন সূত্রে জানা গেছে, স্টার্ট দিয়ে যাত্রা শুরুর পরপরই কমলাপুর ইয়ার্ডেই লাইনচ্যুত হয় ট্রেনটি। ফলে স্টেশনের ৫টি প্লাটফর্ম ব্লক হয়ে গেছে।
এ ৫টি প্ল্যাটফর্মে বাইরে থেকে এসে কোনো ট্রেন ভিড়তেও পারবে না, আবার যে ট্রেনগুলো এ ৫টি প্ল্যাটফর্মে ছাড়ার অপেক্ষায় ছিলো; সেগুলো ছাড়তেও পারবে না। ফলে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।












The Custom Facebook Feed plugin