নারায়ণগঞ্জের আড়াইহাজারের আগুনের ঘটনায় দগ্ধ চার জনের মধ্যে একে একে সবাই মারা গেলেন। সবশেষ মারা যান হাসিনা মমতাজ (৬০) নামে এক নারী।
বুধবার সকাল ৯টা দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসিনা মমতাজ আড়াইহাজার উপজেলার গোপালদীর লক্ষ্মীবরদী গ্রামের কেসোয়ার মোল্লার স্ত্রী।
বার্ন ইনস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, ওই নারীর শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।
একই ঘটনায় এর আগে তার মেয়ে কানিজ খাদিজা নিপা, পাশের রুমের সোহান (৪৫) ও তার স্ত্রী সায়েমা (৪০) মারা যান।
গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার সদর উপজেলার দীঘিরপাড় একটি বাসার চতুর্থ তলায় গ্যাস থেকে বিস্ফোরণ হয়। এতে মা মেয়ে ও এক দম্পতিসহ দগ্ধ হন চার জন।












The Custom Facebook Feed plugin