শুক্রবার , ৯ জুন ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে আওয়ামী লীগ: ফখরুল

প্রতিবেদক
Newsdesk
জুন ৯, ২০২৩ ৮:০৮ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিয়ে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ খেলা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন খেলা শুরু করেছে।’

শুক্রবার রাজধানীতে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ক্ষমতাসীনদের দুর্নীতি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সরকারের পদত্যাগের দাবিতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। সুচিন্তিতভাবে সাধারণ মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। শ্রমিকরা ন্যায্যমূল্য পায় না, অথচ আওয়ামী লীগের নেতারা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করছে।

তিনি বলেন, জিনিসপত্রের দাম কমানো, সুশাসন প্রতিষ্ঠা ও মানুষের অধিকার নিশ্চিত করতে চাইলে প্রয়োজন অবাধ সুষ্ঠু নির্বাচন। অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

বিএনপির মহাসচিব বলেন, সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ হয়েছে। সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে হবে।

তিনি আরও বলেন, ‘আন্দোলন শুরু হয়েছে। শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে। আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি করাসহ সকল দাবি আদায় করা হবে।’

সর্বশেষ - আইন-আদালত