আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। বেলা এগারোটার পরে, কমিশনের কার্যালয়ে এই বৈঠকটি শুরু হয়।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও সচিবসহ কমিশনের কর্মকর্তারা অংশ নেন।
বৈঠকে খসড়া ভোটার তালিকা চূড়ান্ত, কেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, দুর্গম এলাকার কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো, অমোচনীয় কালি এবং সিল কেনার বাজেটসহ নির্বাচনী প্রস্তুতির অবস্থা আলোচনায় আসে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা এগিয়ে আসছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে ভোট করার বাধ্যবাধকতা থাকায় নভেম্বরেই নির্বাচনের শিডিউল ঘোষণা করা হবে বলে এর আগে কমিশন থেকে জানানো হয়।












The Custom Facebook Feed plugin