মঙ্গলবার , ২৬ ডিসেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নৌকায় ভোট দিন, সুখে-শান্তিতে রাখবো: শেখ হাসিনা

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ২৬, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ

সাত জানুয়ারি নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশে দারিদ্র দূর করে মানুষকে সুখে-শান্তিতে রাখবো। এটাই আমার লক্ষ্য।

মঙ্গলবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে জায়গীরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার প্রার্থী রাশেদ রহমানের পথসভায় তিনি এ কথা বলেন। এসময় তার সঙ্গে ছিলেন, ছোট বোন শেখ রেহেনা।

শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন বলেই প্রতিটা এলাকায় উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। আজকের বাংলদেশ বদলে যাওয়া বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। দেশ এগিয়ে যাচ্ছে।

নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে উল্লেখ করে দলনেতা বলেন, বিএনপির সময় সার চাওয়ায় কৃষককে পুলিশ গুলি করে মেরেছিলো। রংপুরে আগে হাহাকার ছিল। কিন্তু এখন নেই।

তিনি বলেন, রংপুরকে সন্ত্রাসের অভয়ারণ্য বানিয়েছিল বিএনপি। নৌকা মার্কা সরকারে থাকলে মানুষ শান্তিতে থাকে, উন্নয়ন হয়। তাই নৌকা মার্কায় ভোট দিন।

তিনি বলেন, নির্বাচন সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। কোনো রকম গোলমাল যাতে না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশে শান্তিপূর্ণ ভোট হবে।

এর আগে জেলার তারাগঞ্জে তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী সভা করেছেন শেখ হাসিনা।

সর্বশেষ - আইন-আদালত