শনিবার , ৮ এপ্রিল ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পুলিশ পরিচয়ে ছিনতাই, সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক চার

প্রতিবেদক
Newsdesk
এপ্রিল ৮, ২০২৩ ১:২১ অপরাহ্ণ

নরসিংদী শহরে পুলিশ পরিচয়ে পিস্তল দেখিয়ে ১৬ লাখ টাকা ছিনতাইকালে সাবেক ছাত্রলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর শহরের বৌয়াকুড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিন (৩৬), ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য শোয়েব রায়হান (২৯), ছাত্রলীগের কর্মী তানভীর আহমেদ (৩০) ও কামরুল হাসান মুহিত (২৯)। এর মধ্যে রেহানুল ইসলাম ভূঁইয়া লেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও চর মেঘনা এলাকার মৃত হযরত আলীর ছেলে আক্কাস আলীর কাছ থেকে টাকা ছিনতাই করেন তারা। ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন বলেন, তিনি ও তার বাবা আক্কাস আলী মেম্বার তাদের গ্রামের বাড়ি রায়পুরার বাঁশগাড়িতে জমি কেনার জন্য সদর উপজেলার সাহেবপ্রতাব এলাকার বাড়ি থেকে ১৬ লাখ টাকা নিয়ে অটোরিকশায় করে যাচ্ছিলেন। নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে চারজন তাদের গতিরোধ করেন।

এসময় তারা নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রথমে পুলিশের পরিচয়পত্র ও পিস্তল প্রদর্শন করেন। পরে ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে যান। এসময় ভুক্তভোগীরা ডাকাডাকি শুরু করে তানভীর ও শোয়েব নামের দুইজনকে ধরে ফেললেও বাকি দুইজন টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশকে খবর দেয়া হয়। এসময় লেলিন ও মুহিত আটক দুইজনকে ছাড়াতে এলে ঘটনার সাথে সম্পৃক্ততার সন্দেহে পুলিশ তাদেরকেও আটক করে। এই ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী বাবা-ছেলে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, আটক ব্যক্তিদের দেয়া তথ্যমতে টাকা উদ্ধারে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

অনির্দিষ্টকালের জন্য মেট্রোরেলের সব কর্মকর্তা–কর্মচারীর ছুটি বাতিল

নেপালকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ-ভারত ম্যাচ: নিরাপত্তার চাদরে মোড়া জাতীয় স্টেডিয়াম

হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার কাফী আটক

বিদেশি পর্যবেক্ষকদের জন্য থাকবে বিশেষ ব্যাবস্থা: ইসি সচিব 

আজ তারেক রহমানের বাসায় যাবেন খালেদা জিয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলছে

অন্তর্বর্তী সরকারকে প্রভাবিত করার চেষ্টা করছে একটি পক্ষ: নজরুল ইসলাম খান

জনগণের ভোটেই জিতেছে আ. লীগ: রাশিয়ার রাষ্ট্রদূত

ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক !