ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ার স্টিভেন কোবোস এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল অ্যাম্ব. সভাপতি অতুল কেশপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় স্টিভেন কোবোস এবং অ্যাম্বের প্রধান নির্বাহী কর্মকর্তা, দক্ষিণ এশিয়া ইউএস চেম্বার অফ কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশপ বলেন, আপনি পুনঃনির্বাচিত হওয়ায় ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
নেতৃবৃন্দ আরও বলেন, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল এবং ইউএস প্রাইভেট সেক্টর গঠনমূলক পরামর্শ এবং ব্যস্ততার মাধ্যমে চিন্তাশীল অংশীদার হিসেবে উন্নয়নের গতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার এবং আপনার সরকার ও জনগণের সঙ্গে অবিচল সহযোগিতা অব্যাহত রাখবে।












The Custom Facebook Feed plugin