প্রধানমন্ত্রীর শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন সজীব আহমেদ ওয়াজেদ জয়।
এ নিয়ে টানা তিনবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেনে জয়। তবে আগের মতোই তিনি অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জয়ের নিয়োগের কথা জানানো হয়।
২০১৪ সালে সরকার গঠনের পর জয়কে প্রথমবার প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়।
তথ্যপ্রযুক্তি পেশাদার হিসেবে পরিচিত সজীব ওয়াজেদ জয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর করেছেন। আর কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়েছেন যুক্তরাষ্ট্র ও ভারতে।
ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সজীব ওয়াজেদ জয়ের ভূমিকার কথা বিভিন্ন সময় উল্লেখ করেছেন তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন জয়।












The Custom Facebook Feed plugin