সোমবার , ১১ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১১, ২০২৩ ১২:০৮ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক বসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন ম্যাক্রোঁ। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান। পরে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৈঠকে বসেন দুই নেতা।

দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে বৈঠকে। স্যাটেলাইট ও উড়োজাহাজের বিষয়ে দুটি এবং স্থানীয় সরকার প্রকল্পে অর্থায়নের জন্য একটি সম্মতিপত্র সই হতে পারে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করবেন।

দুই দেশের শীর্ষ নেতা বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ইমানুয়েল ম্যাক্রোঁ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছান ফ্রান্সের প্রেসিডেন্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরে সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দর থেকে ফরাসি প্রেসিডেন্ট যান রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে তিনি রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।

১৯৯০ সালে ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁ বাংলাদেশ সফর করেছিলেন। ৩৩ বছর পর বাংলাদেশে এলেন ফ্রান্সের কোন প্রেসিডেন্ট।

সব আনুষ্ঠানিকতা শেষে সোমবার দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ফরাসি প্রেসিডেন্টের। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সর্বশেষ - আইন-আদালত