একটি বহুতল ভবনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে কলকাতা পুলিশ। দেবপ্রিয়া বিশ্বাস (২৮) নামে ওই তরুণী একটি বিমান সংস্থায় বিমানবালার চাকরি করতেন।
শনিবার বিকালে কলকাতার বাইপাস লাগোয়া মেট্রোপলিটন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই তরুণীর।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার বিকালে একটি বহুতল ভবনের নিচে ওই তরুণীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেখানে প্রগতি ময়দান থানার পুলিশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিন মেট্রোপলিটন এলাকায় বোনের ফ্ল্যাটে আসেন দেবপ্রিয়া। বিকালে চার তলার ছাদে দাঁড়িয়েছিলেন দেবপ্রিয়া। সেখান থেকেই তিনি নিচে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। তবে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন, খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রের বরাতে খবরে আরও বলা হয়, দেবপ্রিয়া বিশ্বাস একটি বিমান সংস্থায় বিমানবালার চাকরি করতেন। দেড় বছর আগে চাকরি ছেড়ে দেন। এরপর থেকে বাড়িতেই থাকতেন।












The Custom Facebook Feed plugin