শুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বাংলাদেশকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরো উদ্যোগ নিতে হবে: আইএমএফ

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ২, ২০২৪ ২:১৬ অপরাহ্ণ

বিশ্বজুড়ে প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে মূল্যস্ফীতি কমছে। বৈশ্বিক সরবরাহব্যবস্থায় অনুকূল পরিবর্তন আসায় ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমে আসছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ মুদ্রানীতি দেশটির চলমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে এটি স্থিতিশীল করতে আরো উদ্যোগ প্রয়োজন।

যত দ্রুত মূল্যস্ফীতি কমিয়ে আনা যাবে, বাংলাদেশের জন্য তা ততই ভালো হবে।

গত বুধবার আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন টোকিওতে সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘তারা (বাংলাদেশ) মূল্যস্ফীতি কমাতে মুদ্রানীতি কঠোর করার উদ্যোগ নিয়েছে। সেখানে মূল্যস্ফীতি কমছে। তবে মূল্যস্ফীতি টেকসইভাবে কমাতে ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রায় দ্রুত নেমে আসা নিশ্চিত করতে আরো উদ্যোগ প্রয়োজন।

রিজিওনাল ইকোনমিক আউটলুক আপডেট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সাংবাদিকরা ভার্চুয়ালি অংশ নেন। আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে গত ১৭ জানুয়ারি সর্বশেষ মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

 

নতুন নীতিতে মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই জোরদার করতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়ার কথা বলা আছে। এর মধ্যে পলিসি হার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা ও বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১১ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা।

 

মুদ্রার বিনিময় হারের অস্থিরতা রোধে কেন্দ্রীয় ব্যাংকও ‘ক্রলিং পেগ’ নীতি গ্রহণ করেছে। চলতি অর্থবছর শেষে দেশে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

বাংলাদেশের সর্বশেষ মুদ্রানীতি প্রসঙ্গে শ্রীনিবাসন বলেন, ‘একের পর এক অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে অনেক দেশের মতো বাংলাদেশকেও করোনা মহামারি থেকে শুরু করে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ এবং পরবর্তী সংকট মোকাবেলা করতে হচ্ছে।’

 

তিনি আরো বলেন, ‘সেই প্রেক্ষাপটে বাংলাদেশ আইএমএফের ঋণ চেয়েছিল। এই কর্মসূচির অংশ হিসেবে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার শর্ত আছে।

একটি হচ্ছে অবশ্যই মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে। অন্যটি হলো দরিদ্র ও আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের রক্ষা করার সময় আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রশাসনিক সংস্কারও এসব শর্তের মধ্যে আছে।’

সার আমদানি ও স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারীদের বকেয়া পরিশোধের জন্য সরকার ব্যাংকগুলোকে যে বিশেষ বন্ড দিয়েছে সে সম্পর্কে এই আইএমএফ কর্মকর্তা বলেন, ‘আপনাদের বিকল্প কী আছে তা দেখতে হবে। আইএমএফের ঋণ কর্মসূচির অংশ হিসেবে রাজস্ব সংগ্রহ জোরদার রাখতে ও খরচ কমানোসহ অন্যান্য লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে সরকার কাজ শুরু করছে।’

বাংলাদেশের আইএমএফ ঋণ কর্মসূচি সঠিক পথে আছে কি না জানতে চাইলে শ্রীনিবাসন বলেন, ‘বিস্তৃতভাবে বলতে গেলে, হ্যাঁ। দুই মাস আগে বাংলাদেশের ঋণ কর্মসূচি নিয়ে আমাদের পর্যালোচনা হয়েছিল এবং ঋণের শর্তগুলো পূরণের ক্ষেত্রে তা সন্তোষজনক ছিল।’ এশিয়ার সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘ভালো খবর হচ্ছে আমরা এশিয়ার ২০২৩-২৪ সালের প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করেছি। বেশির ভাগই ইতিবাচক। আমাদের হিসাবে এশিয়ার গড় মূল্যস্ফীতি ২০২২ সালের ৩.৮ শতাংশ থেকে ২০২৩ সালে ২.৬ শতাংশে নেমে এসেছে। তবে এখনো ঝুঁকি রয়ে গেছে। যেমন—আর্থিক পরিস্থিতি এখনো অস্থির।’

বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস বৃদ্ধি করেছে আইএমএফ। ২০২৩ সালের অক্টোবর মাসে তারা প্রবৃদ্ধির যে পূর্বাভাস দিয়েছিল, ২০২৪ সালের জানুয়ারি মাসের হালনাগাদ তথ্যে সেটা শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়িয়েছে সংস্থাটি।

আইএমএফের পূর্বাভাস, ২০২৪ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩.১ শতাংশ; ২০২৫ সালের জন্যও তারা একই পূর্বাভাস দিয়েছে। এর আগে অক্টোবর মাসে তাদের পূর্বাভাস ছিল ২০২৪ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২.৯ শতাংশে নামতে পারে, যা ঐতিহাসিক গড় হারের চেয়ে কম।

উন্নত ও উদীয়মান দেশগুলোর মধ্যে ২০২৪ অর্থবছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধির হার অর্জন করবে ভারত। আইএমএফের পূর্বাভাস, ২০২৩-২৪ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ। পরের অর্থবছর, অর্থাৎ ২০২৪-২৫ সালেও ভারতের প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ।

ভারতের প্রবৃদ্ধির হার বৃদ্ধির পূর্বাভাস দিলেও চীনের প্রবৃদ্ধির হার কমবে বলে আইএমএফের পূর্বাভাস। ২০২৪ সালের জন্য তারা চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৪.৬ শতাংশ, ২০২৫ সালে যা আরো কমে ৪.১ শতাংশে নামতে পারে। আইএমএফের আনুমানিক হিসাব, ২০২৩ সালে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৫.২ শতাংশ, অর্থাৎ টানা দুই বছর চীনের প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস দিল আইএমএফ। এবারের হালনাগাদে বাংলাদেশ বিষয়ক তথ্য প্রকাশ না করা হলেও অক্টোবর মাসের মূল প্রতিবেদনে আইএমএফ বলেছিল, ২০২৪ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে। ২০২৩ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ শতাংশ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রথম দিন ৪২ প্রার্থীর আপিল  নির্বাচন কমিশনে

মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে শুনানির আদেশ আজ

বাংলাদেশিদের আকাঙ্ক্ষা পূরণে আমাদের ইচ্ছার পরিবর্তন হয়নি: আমেরিকা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

মিয়ানমারে জান্তার বিমান হামলায় শিশুসহ নিহত ২০

তিন যুগ পর রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর

বাসযোগ্যতার সূচকে ১৭২টি শহরের মধ্যে ঢাকা ১৬৬তম

বিজয় মিছিলে নির্বাচনবিরোধী কাজ করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা : আ.লীগ নেতা হান্নান গ্রেপ্তার

রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি সমাধানে সংলাপে বসতে  আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার