বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত ও পরিকল্পনাফিকই হবে বলে মনে করছে ভারত। দুই দেশের ‘বিশেষ’ সম্পর্কের কারণে বাংলাদেশের পরিস্থিতিও ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি।
বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন তিনি। এসময় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজী হননি বাগচি।
বাংলাদেশের নির্বাচন নিয়ে কয়েকটি দেশের রাষ্ট্রদূতের মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে অরিন্দম বাগচি বলেন, ‘দেখুন, আমি মনে করি, সেখানে (বাংলাদেশে) নানাবিধ তৎপরতা চলছে এবং সম্ভবত মানুষ সেসব বিষয় নিয়ে মন্তব্য করছে।’
‘হয়তো পুরো বিশ্ব এটা নিয়ে মন্তব্য করছে। কিন্তু ভারত ভারতই এবং বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যাই ঘটুক না কেন তা আমাদের প্রভাবিত করে।’
অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই নির্ধারিত হবে।
তিনি বলেন, ‘অবশ্যই, আমরা (বাংলাদেশের পরিস্থিতি) নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। সেখানে আমাদের হাইকমিশন রয়েছে। আমরা আশা করি, সেখানে শান্তি থাকবে, সহিংসতা হবে না এবং পরিকল্পনামাফিকই নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে পররাষ্ট্র মণ্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে আমি কোনো মন্তব্য করবো না।












The Custom Facebook Feed plugin