বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বাংলাদেশে কূটনীতিকদের নিরাপত্তা অনেক দেশ থেকে ভালো’

প্রতিবেদক
Newsdesk
মে ১৮, ২০২৩ ৫:৪০ অপরাহ্ণ

বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশ বিদেশি কূটনীতিকদের ভাল নিরাপত্তা দিচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৃহস্পতিবার বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ওই বৈঠকে ডাকা হয়েছিল।

সম্প্রতি চার দেশের কূটনীতিকের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করেছে সরকার। তবে তারা চাইলে অর্থের বিনিময়ে বাড়তি নিরাপত্তা নিতে পারবেন।

সাত বছর আগে গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার সময় প্রেক্ষাপটে চার দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে এতদিন বাড়তি নিরাপত্তা দেয়া হলেও এখন আর সেই প্রয়োজন নেই বলে সরকারের তরফ থেকে বলা হচ্ছে।

‘রাষ্ট্রদূত, হাইকমিশনাররা গাড়িতে পতাকা তুলতে পারবেন না’ এমন কোনো নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই বলে জানান শাহরিয়ার আলম।

আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে আইওএমের নির্বাচন। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে মইন আহমেদকে। যিনি বর্তমানে আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের মহাপরিচালক হিসেবে কর্মরত আছেন।

ওই নির্বাচন উপলক্ষ্যে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে ব্রিফিং দিতে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়।

এদিন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যুক্তরাজ্য, রাশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত।

একই পদে প্রতিদ্বন্দ্বী হওয়ায় চীন ও তুরস্ককে এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।

আন্তর্জাতিক নৌ নিরাপত্তা, নৌবাণিজ্য এবং নৌ চলাচলে পরিবেশদূষণ রোধে কর্মপন্থা গ্রহণের সুপারিশ করে থাকে জাতিসংঘের সংস্থা আইএমও।

সর্বশেষ - আইন-আদালত