সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বাপেক্সের এমডির লুটপটের রাজত্ব!

নিজস্ব প্রতিবেদক: বাপেক্সের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলীর  বিরুদ্ধে তারই ব্যাক্তিগত প্রতিষ্ঠান মেসার্স মন্ডল লিমিটিডের সাথে বাপেক্সের খন্ডকালীন কর্মকর্মা কর্মচারী নিয়োগের জন্য বাপেক্সের সাথে ব্যাবস্থাপনা পরিচালকের প্রতিষ্ঠানের সাথে  চুক্তিবদ্ধ হবার অভিযোগ উঠেছে।  বাপেক্স কর্মকর্তারা জানান  বাপেক্সের কোনো কর্মকর্তা কর্মচারী বাপেক্সের পদে থাকা অবস্থায় কোনোভাবে তাদের ব্যাক্তিগত প্রতিষ্ঠানের সাথে বাপেক্সের কাজ বা চুক্তি করার বিধান নেই। অথচ সবার অগোচরে এবছরের সাত মার্চ ব্যাবস্থপনা পরিচালক তার ব্যাক্তিগত প্রতিষ্ঠান মেসার্স মন্ডল লিমিটেডের সাথে বাপেক্সের জনবল নিয়োগের চুক্তি করেন।

ওই চুক্তিনামায় মেসার্স মন্ডল লিমিটেডের পক্ষে এটিএম ফিরোজ মন্ডলকে ব্যবস্থাপনা পরিচালক সিহেবে স্বাক্ষর করালেও মূলত ওই প্রতিষ্ঠান বাপেক্সের এমপি মোহাম্মদ াালী মিয়ার। চুক্তিতে মেসার্স মন্ডল ট্রেডার্স লিমিটেড’ ব্যবস্থাপনা পরিচালক এটিএম ফিরোজ মন্ডল, প্রধান কাৰ্য্যালয় : হাফিজুল্লাহ গ্রীন, ফ্ল্যাট ডি-১, ১৫/এ, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা-১২০৯ কে প্রথম পক্ষ হিসেবে দেখানো হয়।

আর বাপেক্সের এমডি মোহাম্মদ আলী, পিতা- মৃত হাসান আলী, মাতা- সুফিয়া খাতুন, স্থায়ী ঠিকানাঃ- বাসা/হোল্ডিং- ৩১১, উত্তর শাজাহানপুর, ডাকঘর- শান্তিনগর- ১২১৭, মতিঝিল, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা, বর্তমান ঠিকানাঃ ডিবিএল কৃষ্টাল প্লট # ৭৬৯ এবং ৭৬৬ ব্লক #সি, খিলগাঁও আ/এ, ঢাকা-১২১৯, জাতীয় পরিচয়পত্র নং কে ২য়পক্ষ দেখানো হয়। অর্থ্যাৎ নিজের প্রতিষ্ঠানের সাথে মোহাম্মদ আলী মিয়া নিজেই চুক্তি করে বাপেক্সের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার জন্য চমৎকার একটা চুক্তি স্বাক্ষরের খেলা খেলেছেন।

চুক্তিটিতে রয়েছে , যেহেতু আমরা উভয় পক্ষ একে অপরের সহিত দীর্ঘদিনের সুপরিচিত, সুসম্পর্ক ও আস্থায় বিরাজমান। আমরা পক্ষগণ একত্রে ব্যবসা পরিচালনা ও তদারকি করার আগ্রহ প্রকাশ করিয়া আমরা উভয় পক্ষগণ একমত হইয়া সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ জটিলতা নিরসনকল্পে অদ্য তারিখে নিম্ন স্বাক্ষীগণের উপস্থিতিতে এই মর্মে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষে নিম্নলিখিত শর্তাবলীর উপর সম্পূর্ণ আস্থা রাখিয়া অত্র ব্যবসায়িক অংশীদারী চুক্তিপত্র দলিলে আমরা ১ম পক্ষ ও ২য় পক্ষ অস্ত্র ব্যবসায়িক অংশীদারী চুক্তিপত্রে আবদ্ধ হইলাম

শর্তাবলী সমূহ ঃ

১। ব্যবসা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ‘মের্সাস মণ্ডল ট্রেডার্স লিমিটেড’ ব্যবস্থাপনা পরিচালক এটিএম ফিরোজ মন্ডল, প্রধান কাৰ্য্যালয় :- হাফিজুল্লাহ গ্রীন, ফ্ল্যাট ডি-১, ১৫/এ, জিগাতলা, ধানমন্ডি, ঢাকা ১২০৯। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড (বাপেক্স) এবং পেট্রোবাংলা অধিনস্থ কোম্পানী সমূহের অনুরূপ আউটসোর্সিং ভিত্তিতে জনবল / লোকবল সরবরাহ কাজ।

২। ব্যবসা ধরন ঃ আউটসোর্সিং ভিত্তিতে কোম্পানীর জনবল / লোকবল সরবরাহ, পেট্রোবাংলা অধিনস্থ কোম্পানী বাপেক্স এর সহিত চুক্তি অনুযায়ী আইনানুগ রূপে অবসান না হওয়া পর্যন্ত ব্যবসা চলিবে। ১ম পর্যায়ে Tender No. BAPEX / Local Purchase / OSTETM- 19 / 2021-2022, dated 23-02-2022 for Engagement of Out-sourcing Manpower from Local Service Provider for BAPEX Head Office and Chattogram regional Offfice.

৩। উক্ত ব্যবসার ১ম পর্যায়ে Tender No. BAPEX / Local Purchase / OSTETM 19/2021-2022, dated 23-02-2022 for Engagement of Out-sourcing Manpower from Local Service Provider for BAPEX Head Office and Chattogram regional Offfice চুক্তি অনুযায়ী ১ম পক্ষের পুঁজি তাহার স্বনামধন্য প্রতিষ্টান এবং ২য় পক্ষের ব্যয় চুক্তিমূল্যের সম্পূর্ণ পুঁজি।

৪। আউটসোর্সিং ভিত্তিতে বাপেক্স এর জনবল / লোকবল নিয়োগের ক্ষেত্রে ১ম পক্ষ, ২য় পক্ষের সম্পূর্ণ  সম্মতিতে সর্বাধিক গুরুত্ব প্রদান করিবেন এবং ২য় পক্ষের সম্মতিতে উক্ত প্রতিষ্ঠান (বাপেক্স) এ জনবল / লোকবল নিয়োগ করিবেন।

৫। বাপেক্স এর দরপত্রের নিয়ম অনুযায়ী ২য় পক্ষগণ আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত লোকবলের মাসিক বেতন ও অন্যান্য পাওনা ১ম পক্ষের ব্যাংকের হিসাবে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে প্রদান করিব এবং ১ম পক্ষ বাপেক্স হইতে লোকবলের মাসিক বেতন ও কমিশনের চেক গ্রহণ করিয়া সম পরিমাণ অর্থের চেক ১ম পক্ষ ২য় পক্ষকে সম্পূর্ণ প্রদান করবেন। উভয় পক্ষ ০৩ (তিন) মাস অন্তর উক্ত ব্যবসার লাভ- ক্ষতির একটি প্রতিবেদন প্রস্তুত করিয়া ধার্য্যকৃত অংশের আনুপাতিক হারে শতকরা অংশ ২য় পক্ষ ১ম পক্ষকে পরিশোধ করিবেন এবং একটি হিসাব খাতায় উভয় পক্ষ স্বাক্ষর করিবেন।

৭। ব্যবসা সংক্রান্ত দায়-দায়িত্ব উভয় পক্ষ পালন করিবেন এবং উভয় পক্ষ আলাপ-আলোচনার মাধ্যমে সর্ব সম্মতিক্রমে প্রতিটি সিদ্ধান্ত গৃহিত হইবে।

৮। উভয় পক্ষগণের মধ্যে কেউ কোনরূপ শারীরিক অসুস্থ হলে পক্ষগণের প্রতিনিধি/ নমিনী অংশীদার হিসাবে গন্য হবেন।

৯। ২য় পক্ষগণ নিয়োজিত লোকবলের মাসিক বেতন প্রদানে ব্যর্থ হলে ১ম পক্ষ নিয়োজিত লোকবলের  বেতন পরিশোধ করিলে ঐ মাসের সম্পূর্ণ কমিশন ১ম পক্ষ পাইবেন এবং ২য় পক্ষগণ এই ব্যাপারে কোন ওজর আপত্তি করিতে পারিবেন না।

১০। উক্ত দরপত্রের নিয়ম অনুযায়ী নিয়োজিত জনবলের মাসিক বেতন এর উপর ৫% কমিশনের ভাগ হবে – ভাগ, অর্থাৎ ২ ভাগ পাইবেন ১ম পক্ষ ও ৮ ভাগ পাইবেন ২য় পক্ষ

১১।  পূর্বের নিয়োজিত লোকবল ৬৩ জন ব্যতীত নতুনভাবে লোকবল নিয়োগের ক্ষেত্রে ১ম পক্ষ ২য় পক্ষের সম্মতিতে লোকবল নিয়োগ করিতে হইবে ।

১২। ১ম পক্ষ আউটসোর্সিং জনবল সরবরাহকারী ‘মেসার্স মন্ডল ট্রেডার্স লিমিটেড’ একজন সুনামদারী ঠিকাদার হন। তাই দরপত্র নং : BAPEX / Local Purchase / OSTETM- 19/2021 2022, dated 23-02-2022 for Engagement of Out-sourcing Manpower from Local Service Provider for BAPEX Head Office and Chattogram regional Offfice ১ম পক্ষ বহন করিবেন।

১৩। উক্ত দরপত্রের ব্যবসার অবসানকল্পে এবং বাপেক্স হইতে পারফরম্যান্স সিকিউরিটি নিরাপত্তা জামানত (ব্যাংক গ্যারান্টি) ফেরৎ পাওয়ার পর ব্যাংক কর্তৃক নগদায়ন করা হইলে তখনই চেক সমূহের টাকা ২য় পক্ষ ফেরত নিতে পারিবেন।

আমরা উভয় পক্ষ আল্লাহর নামে দিও কন্ঠে শপথ নিয়ে আমরা এই প্রত্যয় ব্যক্ত করে উপরোক্ত শর্তাবলীর বিষয়ে বুঝিয়া, শুনিয়া, স্বজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে ও অন্য কাহারো বিনা প্ররোচনায় নিম্ন বর্ণিত স্বাক্ষীগণের উপস্থিতিতে অদ্য ০৭/০৩/২০২২ ইংরেজী তারিখ অত্র ব্যবসায়িক চুক্তিনামায় স্বাক্ষর করিলাম।

এই চুক্তির বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে চাইলে তিনি গনমাধ্যম কর্মীদের যথারীতি এই বিষয়টি অস্বীকার করেন। তবে মোহাম্মদ আলী তার প্রতিষ্ঠানের  মেসার্স মন্ডল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককে দিয়ে সাংবাদিকদের হুমকি ধামকি দিচ্ছেন বলে জানাযায়। বিষয়টি নিয়ে দুদক কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে দুদক কর্মকর্তারা জানান এমন অভিযোগ কেউ লিখিত আকারে দিয়ে দুদক অবশ্যই সেটি তদন্ত করে দেখবে।

Facebook
X
WhatsApp
Email
Telegram
সর্বশেষ
ফেসবুক নেটওয়ার্ক ও পার্টনার পেজ
মিডিয়া
Cover for Table Talk Uk
595,824
Table Talk Uk

Table Talk Uk

Table Talk UK Discusses the political and social issues of the country. Our only purpose is to expose social inconsistencies and politics in the face of accountability on the path to democracy and talk about the rights of people.

This message is only visible to admins.
Problem displaying Facebook posts. Backup cache in use.
PPCA Error: Due to Facebook API changes it is no longer possible to display a feed from a Facebook Page you are not an admin of. The Facebook feed below is not using a valid Access Token for this Facebook page and so has stopped updating.

Smash Balloon Custom Facebook Feed WordPress Plugin The Custom Facebook Feed plugin

সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
কপিরাইট © 2025 সর্বস্বত্ব সংরক্ষিত — লন্ডন মিরর।
সম্পাদক: হাসিনা আক্তার
সার্চ করুন
লগইন/সাইন আপ
সর্বশেষ সংবাদ জানতে—এখনই সাবস্ক্রাইব করুন!