বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই ফিরে যাচ্ছে আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।
আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৃহস্পতিবার শান্তি সমাবেশ করতে চেয়েছিল। কিন্তু গতকাল দিনভর নাটকীয়তা শেষে রাতে জানানো হয়- শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠেই তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
জানা যায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের এই তিন সহযোগী সংগঠন।
এর আগে বুধবার রাতে বিএনপিও তাদের সমাবেশ পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়, তারা নিজেদের সমাবেশের স্থান নির্ধারিত করেছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের জায়গাটকে।












The Custom Facebook Feed plugin