আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার দুই প্রার্থী আকম বাহাউদ্দীন বাহার ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে অর্থদণ্ড দিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার এই দুই সংসদ সদস্যকে জরিমানা করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
এদের মধ্যে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আকম বাহাউদ্দীন বাহারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর বরগুনা-১ আসনে নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে করা হয়েছে ৫০ হাজার টাকা জরিমানা।
ইসির কাছে এই দুই প্রার্থীর বিরুদ্ধে একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ রয়েছে।
গত সোমবার ইসি থেকে কুমিল্লা ও বরগুনার প্রভাবশালী দুই নেতাকে চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে তাদের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে ব্যাখ্যা দিতে তাকে ২৭ ডিসেম্বর ইসিতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়।
বাহার ও শম্ভু এদিন হাজির হয়ে ইসি কর্মকর্তাদের কাছে তাদের ব্যাখ্যা তুলে ধরেন। পরে তাদের জরিমানা করা হয়।
ভোটের তফসিল ঘোষণার পর থেকেই কুমিল্লার বাহারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আসতে শুরু করে। তাতে সর্বশেষ যুক্ত হয় সাংবাদিক নির্যাতনের ঘটনা।












The Custom Facebook Feed plugin