বিএনপিকে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধে শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহ।
তিনি বলেন, আজ ধানমন্ডিতে সমাবেশ করার জন্য যুবলীগ ও বিএনপি অনুমতি চেয়েছিল। কিন্তু উভয় পক্ষ একইস্থানে সমাবেশের অনুমতি চাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হতে পারে এমন শঙ্কায় কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। তবে বিএনপিকে অন্য স্থানে সংক্ষিপ্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।












The Custom Facebook Feed plugin