শনিবার , ২৯ জুলাই ২০২৩ | ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খুলনা
  6. খেলা
  7. চট্রগ্রাম
  8. জেলার খবর
  9. ঢাকা
  10. তথ্য-প্রযুক্তি
  11. প্রবাসের কথা
  12. বরিশাল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. ব্যাবসা-বাণিজ্য

বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলাবাহিনীর ব্যাপক উপস্থিতি

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৯, ২০২৩ ১১:০৯ পূর্বাহ্ণ

বিএনপির অবস্থান কর্মসূচীকে কেন্দ্র করে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘোষণা অনুযায়ী ঢাকার অন্যতম প্রবেশপথ শনিরআখড়া লাগোয়া দনিয়া কলেজের সামনে বেলা এগারোটা থেকে অবস্থান কর্মসূচী শুরু হওয়ার কথা। যাতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

তবে, সকাল সোয়া দশটা পর্যন্ত সেখানে বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি। সাজোয়া যান ও জলকামান নিয়ে পুলিশ অবস্থান নিয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এছাড়া, রাজধানীর বাবুবাজার এলাকায়ও বিপুলসংখ্যক পুলিশ ও আনসারের উপস্থিতি দেখা গেছে। সাথে রয়েছেন স্বল্প সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বিএনপির কোনও নেতাকর্মীকে দেখা যায়নি।

রাজধানীতে একই সময়ে দুটি প্রধান রাজনৈতিক দলের অবস্থান কর্মসূচির কারণে সংঘর্ষ ও সহিংসতার আশঙ্কায় শনিবারের কর্মসূচির পালনের উপর নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

শুক্রবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য জানান।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অবস্থান কর্মসূচি বিরত রাখবে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা থাকবে।

শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখ গাবতলী, উত্তরা, নয়াবাজার ইউসুফ মার্কেট ও শনির আখড়া এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি রয়েছে বিএনপির। তারা কর্মসূচি বাতিল করবে কিনা সে বিষয়ে বিএনপিসহ বিরোধী দলগুলোর এখনও কিছু জানায়নি।

তবে দলের স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস শুক্রবারের মহাসমাবেশেই বলেছিলেন যে তারা এখন থেকে আর কোনো কর্মসূচির জন্য পুলিশের অনুমতি চাইবেন না।

এর আগে শুক্রবার আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের শান্তি সমাবেশে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাস্তা বন্ধ করে কর্মসূচির তীব্র সমালোচনা করেন ও পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

 

সর্বশেষ - রাজনীতি