শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১, ২০২৩ ৪:৪৪ অপরাহ্ণ

বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে র‌্যালিতে অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার বিকেল ৩টায় সেখান থেকে র‍্যালি শুরু হওয়ার কথা। তবে জুমার দিন হওয়ায় এবং বৃষ্টির কারণে র‌্যালি শুরু করতে কিছুটা দেরি হচ্ছে।

র‌্যালিতে অংশ নিতে বৃষ্টি বাধা উপেক্ষা করেই নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। র‌্যালিপূর্ব সমাবেশে বক্তৃতা করবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সেজন্য একটি ট্রাকে অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে।

নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ মোড় পর্যন্ত নেতাকর্মীদের দেখা যায়। রঙিন ক্যাপ পরে, ব্যানার-পোস্টার নিয়ে, সরকারবিরোধী স্লোগান দিয়ে তারা র‍্যালির প্রস্তুতি নিচ্ছেন।

নয়াপল্টনের কাছে সড়কের একপাশে যানবাহন চলাচল করছে। ওই এলাকায় নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপি এ র‍্যালির আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

সরজমিনে দেখা গেছে, বেলা ২টা থেকে নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি রং বেরঙের ব্যানার-ফেস্টুন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ফেস্টুনসহ নানা বাদ্যযন্ত্র নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী শোভাযাত্রায় আসছেন। এতে ঘোড়ার গাড়িও রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়ছে। উত্তর ও দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আসছেন দলে দলে। এ সময় খালেদা জিয়ার মুক্তি দাবিসহ সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে শোভাযাত্রার প্রাঙ্গণ মুখরিত করেন তুলেন তারা।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ দেশে নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করেছে

দৃশ্যমান উন্নয়ন, অদৃশ্য দুর্নীতি

মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি ভারতের সেনাপ্রধানের

মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

আ. লীগ অত্যাচার করেনি, অত্যাচার করেছে বিএনপি জামাত জোট : প্রধানমন্ত্রী

সংবিধানে ‘জুলাই ঘোষণাপত্র’ অন্তর্ভুক্তির সুযোগ নেই: সালাহউদ্দিন আহমেদ

বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

রাজধানী ঢাকার পর গাজীপুর ও সাভারে বাসে আগুন

সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: হামলা হলেই যৌথ পদক্ষেপ

সীমান্ত হত্যা ও নিরপেক্ষ নির্বাচনে হস্তক্ষেপে লন্ডনে ভারতীয় দূতাবাস ঘেরাও