নাশকতার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার দিনগত রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি।
ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় জানানো হয়, নবী ছাড়াও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।