বাংলাদেশপ্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের ফাইনালে মুখোমুখি ফরচুন বরিশাল বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস জিতে কুমিল্লাকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষ দল রংপুর রাইডার্সকে বিদায় করে চতুর্থবারের মতো ফাইনালে ফরচুন বরিশাল।
বিপিএলের প্রথম আসরে ২০১২ সালে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল বার্নার্স।
এরপর ২০১৫ সালে তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে রানার্সআপ হয় বরিশাল বুলস।
২০২২ সালে অষ্টম আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হেরে যায় ফরচুন বরিশাল।
এবার ১০ম আসরের ফাইনালেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পেল ফরচুন বরিশাল। বিপিএলে এনিয়ে তৃতীয়বার ফাইনালে দেখা হচ্ছে বরিশাল-কুমিল্লার।
অতীতে দুইবারের দেখা কুমিল্লার বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে বরিশাল। এবার হয়তো সেই আক্ষেপ ঘুচাতে চাইবে তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
কুমিল্লা অতীতের নয় আসরের মধ্যে রেকর্ড চারবার শিরোপা জিতে নেয়। এবার তারা টানা তিন এবং পঞ্চম শিরোপার স্বপ্ন দেখছে।
অন্যদিকে বরশিাল অতীতে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি। প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখেছে বরিশাল।












The Custom Facebook Feed plugin