চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে সাড়ে চার কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় চার কোটি টাকা।
শনিবার সকালে বিমানের ওই উড়োজাহাজে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে শনিবার সকাল আটটা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছে বিমানের বিজি-১৫২ ফ্লাইটটি। এরপর বিশেষ তথ্যের ভিত্তিতে উড়োজাহাজটিতে তল্লাশি চালান শুল্ক গোয়েন্দা ও এনএসআইয়ের সদস্যরা।
তল্লাশিতে বিমানের ভেতর পরিত্যক্ত অবস্থায় সিটের নিচ থেকে স্বর্ণ ও স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণ ও স্বর্ণালঙ্কারগুলোর আনুমানিক বাজারমূল্য তিন কোটি ৮৯ লক্ষ ৭১ হাজার টাকা।
অবৈধভাবে কারা এই স্বর্ণের চালান দেশে আনার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।












The Custom Facebook Feed plugin