গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আজ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। শুক্রবার বাদ ফজর তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি পাকিস্তানের মাওলানা আহম্মদ বাটলার আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৭তম বিশ্ব ইজতেমা।
ইজতেমায় যোগ দিতে তিন দিন আগে থেকেই আসতে শুরু করেন দেশের বিভিন্ন অঞ্চলের মুসল্লিরা। বেশিরভাগ মুসল্লি চলে আসায় বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বয়ান শুরু করে ইজতেমা আয়োজকেরা। যদিও রাতে বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। অনেকেই আশ্রয় নেন সড়কে।
শুক্রবার ফজর নামাজের পর বয়ান করবেন– মাওলানা আহম্মেদ বাটলার। সকাল ১০টায় তালিম করবেন মাওলানা জিয়াউল হক। জুমার নামাজ পড়াবেন মাওলানা যোবায়ের। জুমার নামাজের পর বয়ান করবেন জর্ডানের ওমর খতিব। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমদ লাট। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত এভাবেই প্রতিদিন পর্যায়ক্রমে শীর্ষস্থানীয় মুরুব্বিরা বয়ান করবেন।
প্রসঙ্গত, তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের মাওলানা জুবায়েরের অনুসারীরা। ৪ ফেব্রুয়ারি এ পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। এ পর্বের নেতৃত্ব দেবেন ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।












The Custom Facebook Feed plugin