পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ভবিষ্যতে বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না। বাংলাদেশ সব সময় বাস্তবতার নিরিখে কাজ করে। তাই এ ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই।
আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সিলেট-সুনামগঞ্জ সড়কের আম্বরখানা-টুকেরবাজার অংশ চারলেনে উন্নীতকরণ কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বব্যাংকও বলেছে আমাদের জিডিপি খুব ভালো। অন্যান্য দেশের জিডিপি যেখানে ৩ শতাংশের মতো, সেখানে আমাদের জিডিপি ৬ এর ওপরে। বাংলাদেশ সর্বদা বাস্তবতার নিরিখে কাজ করে। তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই।
তিনি বলেন, সরকার খাদ্য নিশ্চিতের চেষ্টা করছে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি কিংবা খালি থাকবে না। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্যকিছুও ম্যানেজ করা সম্ভব।
এদিন প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে সিলেটের আম্বরখানা-টুকেরবাজার সড়কের সংস্কার ও চার লেন কাজের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। সড়কটির ৬ কিলোমিটার অংশ সংস্কার ও পুনঃনির্মাণের এই প্রকল্প নেওয়া হয়েছে।












The Custom Facebook Feed plugin