ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াজি কোয়াটিংকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হককে লেবার পার্টির পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার লেবার পার্টির কনফারেন্স চলাকালে ব্রিটিশ অর্থমন্ত্রীকে অতিমাত্রায় কালো বলে অবিহিত করে বক্তৃতা করায় সমালোচনার ঝড় উঠে।
পরে কনসারভেটিভ দল থেকে প্রতিবাদ জানানো হলে লেবার লিডার স্যার কিয়ার র্স্টারমার তাৎক্ষনিকভাবে দলের সকল পদ থেকে রূপা হককে সাময়িকভাবে অব্যাহতি দেন।

তদন্ত চলাকালে লেবারপার্টির কোনো পদে থাকতে পারবেন না ব্রিটিশ এই এমপি। ব্রিটিশ পার্লামেন্টে রূপা হক এখন স্বতন্ত্র এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০১৫ সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টে ইলিং সেন্ট্রাল ও এ্যাক্টন আসনের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই এমপি।












The Custom Facebook Feed plugin