সংস্কারের পর দিনকয়েক আগেই চালু করা হয়েছিল ভারতের গুজরাটের ঐতিহাসিক ঝুলন্ত সেতু। রবিবার সেই সেতু ভেঙে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, গুজরাটের মৌরবি জেলার মচ্ছু নদীর ওপর একটি ঐতিহাসিক ঝুলন্ত সেতু ছিল। পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল শতবর্ষী সেই ব্রিজ। দীপাবলির আগেও সংস্কারের কাজ হয়েছিল। তারপর জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হয়েছিল। রবিবার সন্ধ্যায় ব্রিজটি ভেঙে পড়লে সেখানে থাকা শখানেক মানুষ পানিতে পড়ে যায়।
তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। অনেকেই সাঁতার কেটে উঠে আসে। প্রাথমিকভাবে প্রশাসনের তরফে জানানো হয়েছিল, ঝুলন্ত সেতু ভেঙে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরে গুজরাট পুলিশের ডিরেক্টর জেনারেল (ডিজি) আশিস ভাটিয়া বলেন, ‘আপাতত উদ্ধারকাজ চলছে এবং অনেক মানুষকে উদ্ধার করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ইতোমধ্যেই মৃতের সংখ্যা ৪০-এর আশেপাশে পৌঁছে গেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।’












The Custom Facebook Feed plugin