নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, ভোট ভালো না হলে দেশের ভবিষ্যৎ ভালো না। দেশি-বিদেশি কোনো চাপ নেই।
আমরা নিরপেক্ষভাবে কাজ করছি। ভোট শুধু আমরা ভালো বললে হবে না, সারাবিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। তারাও ভালো বলতে হবে।
তিনি আরও বলেন, আগামী এক সপ্তাহে অনেক কিছুই ঘটবে। অপেক্ষা করুন। এবারের ভোটে সর্বোচ্চ সংখ্যক বিদেশি পর্যবেক্ষক আসবে।
দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন উপলক্ষে ফেনীর প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ওই সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাকির হাসানসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভায় জেলার তিনটি সংসদীয় আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ প্রার্থী অংশগ্রহণ করেন।
নির্বাচন কমিশনার আনিছুর রহমান সভা শেষে সাংবাদিকদের সঙ্গেও মতবিনিময় করেন।


















