শনিবার , ৯ মার্চ ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না: সাক্কু

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৯, ২০২৪ ১১:৪৪ পূর্বাহ্ণ

কু‌মিল্লা সি‌টি করপোরেশন উপ‌নির্বাচনে ভোটার ও এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অ‌ভিযোগ করেছেন সাবেক মেয়র ও বিএন‌পির সাবেক নেতা ম‌নিরুল হক সাক্কু।

শ‌নিবার সকালে নগরীর হোচ্ছাম হায়দার উচ্চ বিদ‌্যালয়ে ভোট দিতে এসে এ অ‌ভিযোগ করেন তি‌নি। মনিরুল হক সাক্কু সকাল সাড়ে ৯টায় ভোট দেন।

সাক্কু বলেন, ভোটের প‌রিবেশ একদমই ভালো না। ভোটাররা ভোট দিতে পারছে না। বাস প্রতীকের লোকজন ভোটারদের‌ কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে।

শ‌নিবার সকালে নগরীর হোচ্ছাম হায়দার উচ্চ বিদ‌্যালয়ে ভোট দিতে এসে এ অ‌ভিযোগ করেন তি‌নি। মনিরুল হক সাক্কু সকাল সাড়ে ৯টায় ভোট দেন।

সাক্কু বলেন, ভোটের প‌রিবেশ একদমই ভালো না। ভোটাররা ভোট দিতে পারছে না। বাস প্রতীকের লোকজন ভোটারদের‌ কেন্দ্রে আসতে বাধা দেওয়া হচ্ছে।

এজেন্ট ঢুকতে না দেওয়ার অ‌ভিযোগ করে সাবেক এই মেয়র বলেন, তিন‌টি ওয়ার্ডে খবর নিয়েছি কোথাও আমার কোনো এজেন্ট ঢুকতে পারেনি।

অ‌ভিযোগ করে প্রতিকার পাচ্ছেন না জা‌নিয়ে সাক্কু বলেন, কার কাছে অ‌ভি‌যোগ করব। এর কাছে বললে ওর কাছে যাও। মোট কথা ভোটের সুষ্ঠু প‌রিবেশ নেই।

এ সময় তি‌নি আরও বলেন, ভোটাররা ভোট দিতে পারলে আমার জয় হবেই।

সর্বশেষ - আইন-আদালত