ভাগনার বাহিনীর সৈন্যরা রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে এই খবর প্রকাশিত হওয়ার পর গোটা মস্কো অঞ্চলে ‘সন্ত্রাস-বিরোধী’ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এছাড়াও পূর্বনির্ধারিত সবধরনের গণ-জমায়েত ও অনুষ্ঠান এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার কর্তৃপক্ষ জানায়, গোটা মস্কোতে ১ জুলাই পর্যন্ত সবধরনের গণ-জমায়েত এবং অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। খবর বিবিসির এদিকে মস্কোর মেয়র সবাইকে শহরের ভেতরে ঘোরাঘুরি করতে নিষেধ করেছে।
মস্কোর মেয়র সোবিয়ানিন টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলেছেন, ‘পরিস্থিতি খুব কঠিন।’
তিনি আরও বলেন, শহরের বেশ কিছু রাস্তা এবং অঞ্চল যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।












The Custom Facebook Feed plugin