চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ওই একই প্রতিষ্ঠানের শিক্ষককে ফাঁসির রায় দিয়েছে আদালত।
দণ্ডিত দণ্ডিত নাছির উদ্দিনের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার ছোট বেউলায়। তার বাবার নাম নুরুল ইসলাম। তিনি ছিলেন ওই মাদ্রাসার হোস্টেল সুপার।
রোববার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।
২০২০ সালের ১২ অক্টোবর রাঙ্গুনিয়া উপজেলার শান্তিনিকেতন আহমদিয়া আজিজুল উলুম মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০২২ সালে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলায় সাক্ষ্য নেওয়া হয় ১১ জনের।
রায় ঘোষণার সময় নাছির উদ্দিন আদালতে হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।












The Custom Facebook Feed plugin