গাইবান্ধায় মাদ্রাসার শিক্ষার্থীকে একাধিকবার বলাৎকারের অভিযোগে একই প্রতিষ্ঠানের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের ঘটনা শিশুটি তার পরিবারে জানালে থানায় অভিযোগ করা হয়। পরে পুলিশ হাতে গ্রেপ্তার করে।
জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের রথের বাজার হাফেজিয়া এতিমখানায় এ নির্যাতনের ঘটনা ঘটে।
গত মঙ্গলবার (৯ মার্চ) পুলিশ অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শিক্ষকের নাম হাফেজ কাওসার হাবিব। তিনি বগুড়া জেলার কাহালু উপজেলার মাগুড়া গ্রামের আজাহার আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, ওই শিক্ষার্থীকে বেশ কিছুদিন ধরে বলাৎকার করতেন মাদ্রাসার শিক্ষক হাফেজ কাওসার হাবিব।
গত ৮ মার্চ গভীর রাতে নিজের ঘরে ডেকে নিয়ে শিশুটিকে তিনি আবারও বলাৎকার করেন। পরদিন যৌন নির্যাতনের শিকার শিক্ষার্থী বিষয়টি মোবাইল ফোনে তার পরিবারকে জানায়।
পরদিন ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ মঙ্গলবার দুপুরে শিক্ষককে গ্রেপ্তার করে।












The Custom Facebook Feed plugin