বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

মিয়ানমারে সংঘাত: অস্থিতিশীলতা দূর করতে কাজ করবে বাংলাদেশ-ভারত

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১১:৫২ অপরাহ্ণ

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে তৈরি হওয়া অস্থিতিশীলতা দূর করতে বাংলাদেশ ও ভারত এক যোগে কাজ করবে।

বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয় দেশটিতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের।

নয়দিল্লির হায়দ্রাবাদ হাউজে বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠক শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন।

তবে কোন উপায়ে দুই দেশ কাজ করবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনদিনের ভারত সফরের প্রথমদিন বুধবার সকালে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। সরদার প্যাটেল ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আমন্ত্রণে মঙ্গলবার তিন দিনের দ্বিপাক্ষিক সফরে নয়াদিল্লি পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই তার প্রথম ভারত সফর।

মিয়ানমারের অভ্যন্তরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের সংঘাতের জেরে বাংলাদেশ সীমান্তে স্থিতিশীলতা ফেরাতে ভারতের জাতীয় নিরাপত্তার উপদেষ্টার সঙ্গে বৈঠকের মিয়ানমার ইস্যু নিয়ে আলোচনা হয় হাছান মাহমুদের।

গত কয়েকদিনে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য, পুলিশ, ইমিগ্রেশন কর্মকর্তাসহ ২৬৪ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বুধবার হোয়াইক্যং সীমান্ত নতুন করে ৬৪ জনের আসায় এই সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দে দিশেহারা হয়ে যায় মানুষ। সীমান্তের ওপার থেকে মর্টার শেল এসে আছড়ে পড়তে থাকে বাংলাদেশ ভূখণ্ডে।

মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের এলাকা মঙ্গলবার আরো বিস্তৃত হয়ে ছড়িয়ে পড়ে উখিয়ার থাইয়্যংখালী সীমান্ত পর্যন্ত।

তবে বুধবার সংঘর্ষ স্তিমিত হয়ে আসায় গোলাগুলির শব্দ কিছুটা কমেছে। এলাকাবাসী জানিয়েছেন, তুমব্রু ও ঘুমধুম সীমান্তের ওপারে বেশিরভাগ অংশ আরাকান আর্মি দখল করে নিয়েছে।

JOY Shankar 02

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে হাছান মাহমুদ সাংবাদিকদের আরও বলেন, রমজানে ভারত থেকে আমদানি করা পণ্যের যেন দাম বৃদ্ধি করা না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এছাড়া অভিন্ন নদীর পানি বণ্টন ইস্যুতে কাজ করার ব্যাপারেও একমত হয়েছে দুই দেশ।

মন্ত্রী বলেন, ভারতের সাথে যোগাযোগ বৃদ্ধিতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন-আদালত