মেক্সিকোর উত্তরাঞ্চলে একটি পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২৬ জন নিহত হয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (১৪ মে) উত্তর সীমান্ত রাজ্য তামাউলিপাসে এ দুর্ঘটনা ঘটে। খবর রিপাবলিকান ওয়ার্ল্ডের।
পুলিশ জানায়, সংঘর্ষে মালবাহী ট্রেলার ও মিনিবাসটিতে আগুন ধরে যায়। এতে যাত্রীদের অনেকে প্রাণ হারান।
যুক্তরাষ্ট্রের পার্শ্ববর্তী দেশ মেক্সিকোয় প্রায়শই বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। অনেক সময় কাভার্ডভ্যানে করে দরিদ্র দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছে দেয় দালালরা। যেন সহজেই দেশটিতে প্রবেশ করতে পারে।
কিন্তু এমন ঝুঁকিপূর্ণ যাত্রায় বহু মানুষকে লাশ হতে হচ্ছে। যদিও রোববারের ঘটনাটির সম্পর্কে তদন্ত করে জানাবে বলে জানিয়েছে পুলিশ।












The Custom Facebook Feed plugin