বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্ধ্রপ্রদেশ সফরের সময় তাকে বহনকারী হেলিকপ্টারের সামনে কালো গ্যাস বেলুন উড়ানো হয়। এ ঘটনায় মোদির নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এ ঘটনার পরপরই দ্রুত বিজয়ওয়াড়ার গান্নাভারম বিমানবন্দরে অবতরণ করা হয়েছে মোদির হেলিকপ্টারটি।
সোমবার (৪ জুলাই) অন্ধ্রপ্রদেশের ভীমাভরম সফরে বের হন মোদি। আল্লুরি সীতারাম রাজুর মূর্তি উন্মোচনের কথা ছিল তাত। এ নিয়ে সকাল থেকেই বিজয়ওয়াড়ার বিমানবন্দরে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। ‘গো ব্যাক মোদি’ স্লোগান দিতে দেখা যায় তাদের।
মোদির হেলিকপ্টার দেখা মাত্র গুচ্ছ কালো গ্যাস বেলুন উড়িয়ে দিতে দেখা যায় কেউকে।জড়িত সন্দেহে অন্ধ্রপ্রদেশের কংগ্রেস ওয়ার্কিং কমিটির কার্যকরী সভাপতি শেখ মস্তান ভালি এবং রাজ্য কংগ্রেস সভাপতি শৈলজানাথসহ দলটির একাধিক কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
কংগ্রেসের অভিযোগ, বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটি রাখেনি।এ ঘটনার পর কংগ্রেসের এককর্মী নিখোঁজ। বেলুন উড়িয়ে দেওয়ার ভিডিও ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক ও সংবাদমাধ্যমে।












The Custom Facebook Feed plugin