রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবন ও নির্মাণাধীন যমুন অয়েল ভবন ও টিসিবি ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এতে প্রতিষ্ঠান তিনটিকে পাঁচ লাখ টাকা করো মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
সোমবার সকালে উত্তর সিটি কর্পোরেশনের মশক নিধন অভিযানে এ জরিমানা করা হয়।
এসময় মেয়র আতিকুল ইসলাম বলেন, যার যার বাসা, চার পাশের পরিবেশ পরিচ্ছন্ন করার ম্যাসেজ দেই। কিন্তু দুঃখজনক হলেও বড় বড় ভবনের সচেতন মানুষদের বাসাতেই মশার চাষ। পেট্রোবাংলারর মতো এতো বড় কর্তৃপক্ষ সেখানেও মশার লার্ভা।
তিনি বলেন, সবাইকে অনুরোধ করবো যার যার অঙ্গন যেন পরিষ্কার রাখি। স্কুল-কলেজ, অফিস-আদালত পরিষ্কার রাখি। নিজেরা বাঁচি অন্যকে বাঁচাই। পেট্রোবাংলাকে যে পাঁচ লাখ টাকা জরিমানা করা হলো সেখানে তারা ৫০০ টাকার ওষুধ ছিটিয়ে দিলেই এই জরিমানা দিতে হতো না।
তিনি বলেন, আগস্টে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহহবে। তাই সবাই সচেতন হতে হবে। অভিযান, জেল জরিমানা, মামলা চলবে।
মেয়র আতিক বলেন, সরকারি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া অত্যন্ত হতাশাজনক। অনেকবার তাদের সঙ্গে মিটিং হয়েছে। কিন্তু বাস্তবে তারা দায়িত্ব পালন করছে না, এটা দুঃখজনক।












The Custom Facebook Feed plugin