পটুয়াখালীতে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলার রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পুলঘাট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছে। তারা জানান, সোমবার সদর ইউনিয়ন আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ করতে রাতে দলীয় অফিসে নেতাকর্মীরা প্রস্তুতি সভা করছিল। এমন সময় বিএনপির ৫০-৬০ জনএসে অফিসের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ২০-২৫ জন অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপির দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে আমাদের অফিসে হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। হামলকারীদের আটকে অভিযান চলছে।












The Custom Facebook Feed plugin