সোমবার , ১৬ অক্টোবর ২০২৩ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ১৬, ২০২৩ ১১:২৬ পূর্বাহ্ণ

রাজবাড়ীতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার কোনাগ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল আজিজ মহাজন। তিনি বালিয়াকান্দির কোনাগ্রাম এলাকার বাসিন্দা। আজিজ রাজবাড়ী শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন।

স্থানীয়রা জানান, রোববার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন আজিজ। ওই এলাকায় তৈয়ব লস্করের বাড়ির সামনে আসলে প্রতিপক্ষ রেজাউল মহাজন ও তার লোকজন তার সড়ক অবরোধ করে কুপিয়ে গুরুতর জখম করে।

তারা আরও জানান, আজিজকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত একটায় ঢামেকে মারা যান তিনি।

মাদারীপুরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যুমাদারীপুরে দুই বান্ধবীর রহস্যজনক মৃত্যু
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, আজিজ ও রেজাউল মহাজনের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিলো। ধারণা করা হচ্ছে তারই জের ধরে এই হত্যাকাণ্ড।

তিনি আরও জানান, এই ব্যাপারে নিহতের ভাই আব্দুর রহমান বাদি হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগে করেছেন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ - আইন-আদালত