বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

‘রিজার্ভের টাকা কেউ চিবিয়ে খায়নি, দেশ ও মানুষের প্রয়োজনে ব্যবহার করা হয়েছে’

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৭, ২০২২ ৮:২২ পূর্বাহ্ণ

কেউ রিজার্ভের টাকা চিবিয়ে খায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, অনেকেই প্রশ্ন করেন রিজার্ভের টাকা গেলো কোথায়? এই টাকা কেউ খেয়ে ফেলেনি। দেশ ও মানুষের প্রয়োজনে এই টাকা ব্যবহার করা হয়েছে। রিজার্ভের টাকা পায়রা বন্দর, জনগণের জন্য খাদ্য কেনা, আমদানি-রফতানিতে কাজে লাগানো হয়েছে। দেশের টাকা দেশেই আছে বলে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পায়রা সমুদ্রবন্দরে আরও ভালো সুযোগ-সুবিধাসহ এর সুষ্ঠু কার্যক্রম নিশ্চিতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি এসব কথা বলেন।

পায়রা বন্দরের সক্ষমতা বাড়াতে রামনাবাদ চ্যানেলে খনন করা হচ্ছে বলে শেখ হাসিনা এ সময় জানান। বলেন, নিজেদের অর্থে সবচেয়ে বড় ক্যাপিটাল ড্রেজিং বাস্তবায়ন হচ্ছে। পায়রা থেকে যোগাযোগে নৌ পথকে প্রাধান্য দেয়া হবে। সব ধরনের যোগাযোগ সমন্বিতভাবে হচ্ছে। বন্দরকেন্দ্রীক উন্নয়ন হবে।

তিনি আরও জানান, চিলমারী নদীবন্দর আবার চালু করা হবে। বাঘাবাড়ী নৌবন্দরকে আধুনিকায়ন করা হবে। দেশের বিভিন্ন নদী খনন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে এ সময় উঠে আসে যুদ্ধ প্রসঙ্গও। বলেন, যুদ্ধে লাভবান হচ্ছে কারা? অস্ত্র যারা বানান, তারাই লাভবান হচ্ছে। যুদ্ধ বন্ধ করতে হবে। স্যাংকশন প্রত্যাহার করতে হবে, মানুষ বাঁচুক, অস্থিরতা বন্ধ হোক। যুদ্ধংদেহী দেশগুলোকে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি।

সর্বশেষ - আইন-আদালত