এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ব্যারিস্টার মো. হারুন অর রশিদকে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী পাঁচ জুন থেকে নতুন দায়িত্ব নেবেন ব্যারিস্টার হারুন। বর্তমান ডিজি এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
এদিকে আরেকটি পৃথক প্রজ্ঞাপনে র্যাব মহাপরিচালক খুরশীদ হোসেনকে অবসরের যাওয়ার কথা জানানো হয়েছে।
নতুন ডিজি হারুন বর্তমানে পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) পদে কর্মরত রয়েছে। আগে তিনি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।
১৯৯৫ সালে ১৫তম বিসিএস ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন হারুন অর রশিদ।












The Custom Facebook Feed plugin