শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. London Mirror Specials
  2. অন্যান্য
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জেলার খবর
  10. ঢাকা
  11. তথ্য-প্রযুক্তি
  12. প্রবাসের কথা
  13. বরিশাল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

শাকিব খানের বাড়িতে হামলা

প্রতিবেদক
Newsdesk
নভেম্বর ১১, ২০২২ ৩:৩৪ পূর্বাহ্ণ

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা হয়। ওই হামলায় কোনো ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।

এ বিষয়ে পূবাইল থানার ওসি জাহিদুর রহমান গণমাধ্যমে বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।

‘জান্নাত’ নামের ওই বিলাসবহুল বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয় বলে জানা গেছে। সেখানে গত কয়েক বছর ধরে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিওয়ের শুটিং হচ্ছে। সেখানে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।

এদিকে হামলার বিষয়ে এখনো কিছু জানাননি শাকিব খান।

সর্বশেষ - আইন-আদালত